রাজধানীর গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে নতুন মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিচালক রাহুল সেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার তিন যুবক হলেন- কাজী মারুফুল ইসলাম ওরফে রাজ (২৬), মো. ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭)।
এসময় তাদের কাছ থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড ও ম্যাজিক মাশরুম উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনে।
অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে এসব মাদক পৌঁছে দেওয়া হয়। গুলশান ও বনানীতে বসবাসরত ধনাঢ্য পরিবারের তরুণ-তরুণীরা এসব মাদক সেবন করেন।
এ ঘটনায় রমনা সার্কেরের পরিদর্শক মো. লোকমান হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।