প্রিন্স মামুন হিসেবে বহুল পরিচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। বিচারের জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ পাঠানো হয়েছে।
গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা। পরদিন প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। ১১ জুন তাকে কারাগারে পাঠানো হয়। গত ১ জুলাই আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, তিন বছর আগে ফেসবুকে আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। পরে মামুন লায়লাকে জানান, ঢাকায় তার থাকার জায়গা নেই। যেহেতু, প্রেমের সম্পর্ক হয় এবং মামুন বিয়ে করবেন বলে জানান, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওই দিন থেকে লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন। একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তারা। পরে মামুনকে একাধিকবার বিয়ের কথা বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার লায়লাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে মামুনকে বিয়ের কথা বললে তিনি ক্ষিপ্ত হন এবং অশ্লীল ভাষায় গালি দেন।