আইন ও অপরাধ

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান। 

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন মো. আহাদুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে প্রথমে নিকটস্থ ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আহাদুল ইসলামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. বাকের খিলগাঁও থানায় একটি মামলা করেন। 

মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যে ছাত্র-জনতার ওপর হামলায় ফেরদৌসের সংশ্লিষ্টতা পায় পুলিশ।