তথ্য গোপন করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিজে অবৈধ সম্পদ অর্জন এবং স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে ‘ছাগলকাণ্ডের হোতা’ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (শুদ্ধ আবগারি) ড. মো. মতিউর রহমান ও তার দুই স্ত্রী, ছেলে-মেয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, প্রথম মামলায় ছাগলকাণ্ডের হোতা মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ, ছেলে তৌফিকুর রহমান অর্নব ও মেয়ে ফারজানা রহমানকে আসামি করা হয়েছে।
মামলায় মতিউর রহমানসহ আসামিদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য করে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপনসহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ মোট ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অপরাধ হিসেবে গণ্য।
দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয়েছে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকে। তাকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে মতিউরকেও মামলায় আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, উদ্দেশ্য মিথ্যা ও ভিত্তিহীন তথা প্রদান করে ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে এবং মো. মতিউর রহমান তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধ করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অপরাধ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা।