আইন ও অপরাধ

আমি কোনোভাবেই জড়িত না: আদালতে কামরুল

আদালতে অসুস্থতার কথা জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার (১৮ ডিসেম্বর) যুবদল নেতা শামীম হত্যা মামলার শুনানির সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন।

কামরুল ইসলাম বলেন, ‘‘২০১৭ সাল থেকে আমি অসুস্থ। ক্যানসারের কারণে আমার স্টোমাকের অর্ধেক কেটে ফেলা হয়। আমি নিচু হয়ে কোনো কাজ করতে পারি না। নিচু হয়ে বসতে পারি না।’’

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের শুনানিতে এ কথা জানান কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘‘আমি ক্যানসারের সঙ্গে বসবাস করছি। আমার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে এগুলো আমার কাছে বেখাপ্পা লাগছে।'’

কামরুল ইসলাম বলেন, ‘‘১৯৯৬ সালে আমি পিপি ছিলাম। এখানে কিছু বলার দরকার নাই। এখানে যারা আছেন, সবাই আমার জুনিয়র ফ্রেন্ড। এখানে আমার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। বর্তমানে বিএনপির অনেক আইনজীবী দেখছি। এখানে যে যে অবস্থানেই থাকুক, আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না।'’

নিজেকে নির্দোষ দাবি করে কামরুল ইসলাম বলেন, ‘‘এ মামলার প্রাসঙ্গিক কথা বলবো। মামলার বিষয় বস্তুর সঙ্গে  আমি কোনোভাবেই জড়িত না। যদিও রাষ্ট্রপক্ষের পিপি মামলার বাইরে অনেক কথা বলেছেন। আমাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে। আমার নির্বাচনী এলাকা হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও সাভারের কিছু অংশ। পল্টনের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।'’

এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘‘কামরুল সাহেব আইন আদালতে আওয়ামী লীগের অভয়ারণ্য সৃষ্টি করেছিলেন। উনার কিছু আইনজীবীর মাধ্যমে জামিন বাণিজ্য করেছেন। প্রতিমন্ত্রী থাকার সময় ঢাকা বারের নির্বাচনে জুনিয়রদের নির্বাচিত করার জন্য ব্যালট কারচুপি করেছেন। কারচুপির জন্য তিনি সরাসরি আদালতে উপস্থিত হয়েছেন। অথচ ইতোপূর্বে আদালত পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে একটা সম্প্রীতি ছিল।  গত ১৫ বছরের খুন গুম হত্যার সঙ্গে ওনারা জড়িত। এসব ঘটনার মাস্টার মাইন্ড তিনি।’’

পরে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।