আইন ও অপরাধ

ব্যাংকে ডাকাতির চেষ্টা: মামলা করল পুলিশ 

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি রাইজিংবিডিকে বলেছেন, “আত্মসমর্পণ করা ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তুলে তাদের রিমান্ড যাওয়া হবে। তাদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে।”

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এরপর পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা।