আইন ও অপরাধ

ঢাকা থেকে আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুর থানার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসহাক দুলাল ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার দুজন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ ছাড়া একই থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহজাহান থানা পুলিশ জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুলালকে গ্রেপ্তার করা হয়। দুলাল শাহজাহানপুর থানার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া একই অভিযানে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। হাসান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। 

এর আগে, শেখ হাসিনাসহ তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।

একইদিন মালিবাগ কাঁচাবাজার সংলগ্ন রেল গেইট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড গুলির কার্তুজ পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।