আইন ও অপরাধ

রাজপথ দখল না করে সমাবেশস্থল বেছে নেওয়ার অনুরোধ 

দা‌বি আদা‌য়ে রাজপথ দখল না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পি ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

বুধবার (৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

ঢাকা ক্লাবে আয়োজিত সভায় তি‌নি আরও বলেন, “রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল। তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একইসঙ্গে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। ”

ছিনতাই রোধে ডিএম‌পি কাজ করছে জানিয়ে তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে।” নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকেও এগিয়ে আসার আহ্ববান জানান তিনি।