ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এ মামলা চলবে বলে আদেশ দিলেও গত বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। ২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ-কন্টিনজেন্ট এবং থানা পুলিশ যৌথভাবে জব্দ করে।
ওইদিনই বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুই জনকে আসামি করে মামলা করেন।
মামলাটি দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান, মেজর হাফিজ ইব্রাহিম, অধ্যক্ষ এস. এম. গজনবী ও চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।