লাইফস্টাইল

শীতের পোশাকগুলো যত্নে রাখতে চান? রইলো টিপস

শীতের পোশাক হতে পারে উল, ফ্লানেল, পশমি, লেদার কিংবা ভেলভেটের। সব পোশাকের যত্ন এক নয়। ধরণ বুঝে পোশাকের যত্ন নিন। ভালো থাকবে আপনার প্রিয় পোশাক।

উল: উলের পোশাক ধোয়ার আগে রোদে দেওয়া ভালো। স্যাঁতস্যাঁতে গন্ধ দূর না হওয়া পর্যন্ত উলের পোশাক ধোবেন না। রোদে দেওয়ার পর গন্ধ বেরিয়ে গেলে এটি ধোবেন। উলের শীত পোশাক মৃদু ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। উলের পোশাক কখনোই বেশি জোরে কাচবেন না। অথবা নিংড়ানো যাবে না। এই পোশাক ওয়াশিং মেশিনে ধুয়ে নিতে চাইলে ‘উল মুড’ চালু রাখতে হবে। উলের শীত পোশাকে কোনো দাগ পড়লে ধোয়ার আগে লেবু বা ভিনেগার ঘষে নিতে হবে। উলের পোশাক ঝুলিয়ে শুকানো ঠিক নয়। মাটিতে তোয়ালে বিছিয়ে তার ওপরে শুকাতে দিন।

লেদার:  লেদারের পোশাক পরিষ্কার করার আগে, ইনস্ট্রাকশান লেবেল পড়ে নেবেন। এতে কোনো দাগ লেগে থাকলে লেদার ক্লিনার বা কোনো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। লেদারের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময় পর পর এটি পলিশ করিয়ে নেবেন। লেদারের জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে তুলনামূলক ঠান্ডা জায়গায় রাখতে হবে। জিপারের চেইন জ্যাম হয়ে গেলে জোরে টানবেন না। মোম বা নারকেল তেল দিয়ে ঘষে নিলেই জিপার সহজে খুলে যাবে।

ফ্লানেল: ফ্লানেল পোশাকের যত্ন নেওয়া বেশ সহজ। লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে কেচে ধুয়ে ফেলতে পারেন। এ কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য ‘নরমাল মুড’ চালু রাখতে হবে।

পশমি: পশমি পোশাক ধোয়ার জন্য খানিকটা সাবধানতা প্রয়োজন। শ্যাম্পু দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে কচলে ধুয়ে নিতে পারেন। এই ধরনের কাপড়ে দুই হাত দিয়ে পানি চেপে চেপে ফেলতে হবে। পশমি পোশাকগুলো কখনো অন্য কাপড়ের সঙ্গে ভেজানো বা ধোয়া ঠিক না। তাহলে পশমগুলো অন্যান্য কাপড়ে লেগে যায়। পশমি পোশাক ধোয়ার পর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে ভাঁজ করে পলিথিনে রেখে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে পারেন।

ভেলভেট:  ভেলভেটের পোশাক ড্রাই ওয়াশ করলে ভালো হয়। ভেলভেটের পোশাক কখনোই আয়রন করা ঠিক না। এমনিতেই ভেলভেটের কাপড় খুব সহজেই ম্লান হয়ে যায়, তাই এ ধরনের কাপড় ভাঁজ করবেন না। ভেলভেটে ভাঁজের জায়গা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। আলতোভাবে বক্সে ভরে রাখতে পারেন।

শীত পোশাকে পারফিউম দেবেন না। তাহলে পোশাকে দাগ পড়ে যাবে।