নেপোলিয়ন বোনাপার্টের নাম শোনেনি এমন মানুষের দেখা পাওয়া কঠিন। তিনি ছিলেন ফরাসি সম্রাট ও সেনানায়ক। তার নেতৃত্বে ইউরোপের সুবিশাল ভূখণ্ডে ফরাসি সাম্রাজ্যের সীমানা ছড়িয়েছিল। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অসাধারণ প্রেমিক। প্রেমিকা জোসেফিনকে যুদ্ধের ময়দান থেকেও চিঠি লিখতেন বোনাপার্ট।
জোসেফিনকে লেখা নেপোলিয়ন বোনাপার্টের একটি চিঠি:
জোসেফিন, আমার এক ও একমাত্র জোসেফিন,
গতকাল পুরো বিকেল কাটিয়েছি তোমার পোট্রেটের দিকে চেয়ে থেকেই। কী করে পারো তুমি বলতো এই কঠোর মনের যোদ্ধার চোখেও জল আনতে? আমার হৃদয় যদি একটি পাত্র হয়, তবে সেই পাত্রে ধারণ করা পানীয়ের নাম দুঃখ। তুমি কি তা বোঝো জোসেফিন? আবার কবে তোমাকে দেখবো? সে অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না! সে অপেক্ষায়…
তোমারই নেপোলিয়ন বোনাপার্ট