প্রেমের অনুভূতি সহজ করে বোঝাতে একটি আলতো চুমু অনেক বড় ভূমিকা রাখতে পারে। ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যমও চুম্বন। আর সেজন্যই দুনিয়াজুড়ে এই দিন পালন করা হয়। আজ বিশ্ব ‘কিস ডে’ বা চুম্বন দিবস। পৃথিবীজুড়ে উদযাপন করা হচ্ছে ভালোবাসা সপ্তাহ। এই বিচারে ১১ ফেব্রুয়ারি পালন করা হয় কিস ডে। ভ্যালেনটাইন্স ডে’র আগে এই দিনটি রোমান্টিক সম্পর্কের জন্য খুবই স্পেশাল। তবে প্রিয়জন দূরে থাকলে? প্রিয়জন দূরে থাকলে তাকে বার্তা পাঠাতে পারেন। এমন নয়টি বার্তা রইলো আপনার জন্য:
এক. আমাদের ঠোঁট মিলিত হোক, ভালোবাসার একটি সিম্ফনি তৈরি করুক যা চিরকাল আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে। হ্যাপি কিস ডে মাই লাভ।
দুই. তোমার চুম্বনে আমি আমার স্বর্গ খুঁজে পেয়েছি। শুভ চুম্বন দিবস। অনেক অনেক ভালোবাসা প্রিয়তমা।
তিন. প্রতিটি চুমুর সঙ্গে আমরা আমাদের প্রেমের বইয়ে সুন্দর অধ্যায় তৈরি করি। হ্যাপি কিস ডে।
চার. আমাদের চুম্বন সব সময় আমাদের ভালোবাসার মতো মিষ্টি হোক। শুভ চুম্বন দিবস।
পাঁচ. তোমার চুম্বন আমার হৃদয়ে বাজে এক মধুর সুরের মতো। হ্যাপি কিস ডে মাই লাভ।
ছয়. তোমার চুম্বন যেন এক জাদুর মতো, সব মুহূর্ত নিখুঁতভাবে অনুভব করে। শুভ চুম্বন দিবস।
সাত. চলো সুন্দর এবং মধুর একটি চুমুর আমাদের ভালোবাসা এগিয়ে নিয়ে চলি। হ্যাপি কিস ডে। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।
আট. তোমার ঠোঁট আমার সুখের চাবিকাঠি, তাই চুমু আটকে রাখতে পারিনা। হ্যাপি কিস ডে।
নয়. একটি সুন্দর চুম্বন হলো ভালোবাসার ভাষা এবং এটি দিয়ে প্রতিদিন তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাপি কিস ডে।
তথ্যসূত্র :টাইমস অব ইণ্ডিয়া এবং এই সময় অবলম্বণে