ঈদের দিন খাদ্যতালিকায় থাকা চাই স্বাস্থ্যকর পানীয় বা ড্রিংকস। নামাজ পড়ে এসে ঘরে তৈরি এক গ্লাস ড্রিংকস পান করে সতেজ থাকুন। স্বাস্থ্যকর লেমন সিয়া সিড রিফ্রেশার ড্রিংকসের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাদিয়া নাতাশা।
লেমন সিয়া সিড রিফ্রেশার
উপকরণ
পানি ২ গ্লাস
লেবুর রস ১/৪ কাপ
সিয়া সিড ১ টেবিল চামচ
সোডা ওয়াটার ১ গ্লাস
চিনি ১/৪ কাপ
সবুজ রং সামান্য।
প্রণালী
জগে পানি চিনি, লেবুর রস, সবুজ রং মিশিয়ে নিন। সিয়া সিড পানিতে ভিজিয়ে রাখুন।
এবার সার্ভিং গ্লাসে অর্ধেক পানি দিয়ে তাতে সিয়া সিড দিন, উপরে সোডা ওয়াটার ও বরফ দিয়ে পরিবেশন করুন।