লাইফস্টাইল

র‌্যাশের দাগ দূর করার উপায়

প্রকৃতিতে গরম কিছুটা কমেছে। কিন্তু প্রচণ্ড গরমে হওয়া র‌্যাশের দাগগুলো অনেক দিন পর্যন্ত থেকে যায়। এই দাগ কিছুতেই যেতে যায় না। বিশেষজ্ঞরা বলেন, দাগের মূল কারণ ক্ষতস্থানে জীবাণু সংক্রমণ। এই সংক্রমণ ঠেকাতে ক্ষতস্থান নিয়মিত ঠান্ডা পানি দিয়ে ধোয়া উচিত। এতে জীবাণু ধ্বংস হয়।

ক্ষতস্থান শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করার ফলে ত্বক অনেকটাই শুষ্ক হয়ে পড়ে। এই সমস্যা মোকাবিলায় ক্ষতস্থানে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। এতে ওই অংশ আদ্র থাকবে এবং ক্ষতস্থানের দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে।

ক্ষতস্থানে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। জীবাণূ দূর করার জন্য চা ব্যবহার করা যেতে পারে।  এজন্য চা পাতা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে সেই পাতা ক্ষতস্থানে লাগাতে পারেন।

অ্যালোভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তা নয়, অ্যালোভেরা পাতার রস ক্ষতস্থানে লাগালে দাগও দূর হয়।

বেকিং সোডা দিয়ে ত্বকের দাগ দূর করতে পারেন। এজন্য অল্প পানিতে বেকিং সোডা মিশিয়ে দাগের ওপর লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ধুয়ে ফেলতে হবে।

কুসুম গরম পানিতে ভিনেগার মিশিয়ে গোসল করলেও ত্বকের অবাস্থিত দাগ দূর হয়। কারণ এতে থাকে প্রোটিন ও অম্ল যা ত্বককে দ্রুত সারিয়ে তোলে।

তথ্যসূত্র: টিভিনাইন