শুধুমাত্র শ্যাম্পু, কন্ডিশনার এবং তেলই চুলের যত্নে যথেষ্ট নয়। চুলের টেক্সচার, ভলিউম, স্বাস্থ্য এবং ময়েশ্চারাইজার ঠিক রাখার জন্য প্রয়োজন হেয়ার মাস্ক ব্যবহার। সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করলে নানা রকম উপকার পেতে পারেন। হেয়ার মাস্ক চুলে খুশকি বাড়তে দেয় না। চুল পড়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়া চুলের ক্ষয় রোধ করে।
হেয়ার মাস্ক চুলকে করে ঝলমলে কারণ চুল থাকে ময়েশ্চারাইজড। কলা ও মধুর হেয়ার মাস্কে থাকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ফ্যাট ও প্রোটিন। এই হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনি চুলের একাধিক সমস্যা মোকাবিলা করতে পারবেন। হেয়ার মাস্ক ব্যবহারের জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই বানিয়ে নিতে পারেন কলা ও মধুর হেয়ার মাস্ক।
যেভাবে বানাবেন: একটি পাকা কলা চটকে তার মধ্যে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ঘণ মিশ্রণ তৈরি করে নিন।
যেভাবে ব্যবহার করবেন: হেয়ার মাস্ক ব্যবহারের আগে চুল শ্যাম্পু করে হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। এরপর চুল শুকিয়ে নিতে হবে। তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হেয়ার মাস্ক লাগিয়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করে চুল পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। সবশেষে কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, চুলের ধরণ অনুযায়ী হেয়ার মাস্ক বেছে নিতে পারেন। সঠিক পরামর্শ পেতে একজন রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন।