বসার ঘর বা লিভিংরুম যেকোন ঘরের প্রাণকেন্দ্র। বন্ধু, পরিবারের সদস্য, অতিথি যেই আসুক না কেন বসার ঘরেই হয় যত আড্ডা, আপ্যায়ন আর হইহুল্লোড়। ধরুন আপনি জানতে পেরেছেন, বাসায় আত্মীয় আসছে। এদিকে হাতে খুব সময় নেই, চটজলদি বসার ঘরটি কীভাবে গুছিয়ে নিতে পারেন, জেনে নিন।
অতিথি এসে প্রথমে বসার ঘরেই বসেন। বসার ঘর থেকে পুরনো খবরের কাগজ, যেসব ছোট খাটো জিনিস কাজে লাগে না এসব সরিয়ে ফেলুন। বসার ঘরে সোফাসেট থাকলে পরিষ্কার করে নিন। অনেকের বসার ঘরে বিছানাও থাকে। আপনার বসার ঘরেও যদি বিছানা থাকে তাহলে দ্রুত বিছানার চাদরটি পাল্টে নিন। রঙিন একটি চাদর বিছিয়ে দিতে পারেন।
সম্ভব হলে বিছানায় দুই, তিনটি কুশন রেখে দিন। আর জানালায় উজ্জ্বল রঙের পর্দা ঝুলিয়ে দিন। বসার ঘরে সেন্ট্রাল টেবিল থাকলে ফুল, সুগন্ধি মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলুন। আর টেবিলের এক কোনে কিছু বই আর ম্যাগাজিন রাখতে পারেন। একটি বাটিতে অল্প পানিতে কিছু ফুল ভাসিয়ে রাখতে পারেন। অথবা পানিতে ছড়িয়ে রাখতে পারেন কিছু রঙিন পাথর।
বসার ঘরে এলইডি বা সাদা আলোর ব্যবস্থা থাকলে ভালো। এর পাশাপাশি যদি ওয়ার্ম লাইট বা হলুদ আলোর ব্যবস্থা করতে পারেন, তাহলে আরও ভালো। দুই ধরনের আলোর ব্যবস্থা থাকলে যখন যেটা প্রয়োজন জ্বালিয়ে নিতে পারবেন।