একটি সুস্থ শিশু মায়ের চোখের দিকে তাকালে হাসে। এক বছর বয়সের মধ্যে সে তার প্রয়োজনীয় জিনিসটির দিকে ইশারা-ইঙ্গিত করে চাইতে পারে। বা ছোট ছোট শব্দে কথা বলতে পারে। কেউ ঘর থেকে হওয়ার সময় টাটা দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এক দেড় বছর কথা বলতে পারলেও ধীরে ধীরে শব্দ ভুলে যেতে শুরু করে এবং বাক্য তৈরিতে অপারগ হয়।
সাধারণত ছয় সপ্তাহের মধ্যে একটি শিশু মায়ের চোখের দিকে তাকিয়ে হাসে। ছয় মাসের মধ্যে যদি শিশু মায়ের মুখের দিকে তাকিয়ে না হাসে এবং এক বছরের মধ্যে যদি সে কোনো কিছু ইশারা ইঙ্গিত দিয়ে না দেখায়, তাহলে বুঝতে হবে সে অটিজমের লক্ষণ বহন করছে। কারণ এক বছরের একটি শিশু তার প্রয়োজনীয় জিনিসের দিকে তাকিয়ে ইঙ্গিত করতে পারে।
একটি সুস্থ শিশু বাসায় কোনো অতিথি আসলে তাকে টাটা, বাই বাই দিতে পারে। ১৬ থেকে ১৮ মাসের মধ্যে যদি একটি শিশু বাবাকে বাবা, মাকে মা যদি বলতে না পারে, তাহলে তার অটিজম আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। শিশু যদি ২ বছরের মধ্যে একটি বাক্য তৈরি করতে না পারে এবং যদি এমন হয়, শিশু আগে ভাষা শিখেছিল কিন্তু দেড় থেকে দুই বছরের মধ্যে আবার সেই শব্দ বা ভাষা ভুলে গেলো, তাহলে বুঝতে হবে শিশুর মধ্যে অটিজমের কিছু সম্ভাবনা আছে।
সে ক্ষেত্রে শিশুকে একজন শিশু বিশেষজ্ঞকে দেখাতে হবে এবং পরামর্শ নিতে হবে।
সূত্র: মেডি ভয়েস