লাইফস্টাইল

দীপিকার হেয়ার স্টাইল

সাজ অনুসঙ্গে আধুনিকতা আর সাবেকিয়ানা ফিরিয়ে এনেছেন স্টাইল আইকনরা। তেমনি চুলের স্টাইলেও দুই ধারা দেখা যাচ্ছে। কোন পোশাকের সঙ্গে কেমন হেয়ার স্টাইল করবেন? আপনার সিদ্ধান্ত সহজ করতে দীপিকা পাড়ুকোনের হেয়ার স্টাইলগুলো দেখে নিতে পারেন। ১৬ বছরের ক্যারিয়ারে বলিউড, হলিউড মিলিয়ে প্রায় ৪০টি সিনেমাতে অভিনয় করেছেন দীপিকা। প্রতিটি সিনেমাতে তাকে দেখা গেছে আলাদা আলাদা স্টাইলে। কেবলমাত্র অভিনয়েই নন রানওয়ে মডেল কিংবা ফটোশুটেও অনন্যা দীপিকা পাড়ুকোন। শুধুমাত্র হেয়ার স্টাইল বদলে নিয়ে যে আলাদা অভিব্যক্তি তৈরি করা যায়, তা দীপিকাকে দেখলে সহজেই বোঝা যায়।

মেসি বান: সিকুইন শাড়ির সঙ্গে মানানসই মেসি বান করেছেন দীপিকা। দেখতে একটু আগোছালো লাগছে। যাদের চুল কোঁকড়ানো তারা এভাবে চুল সাজিয়ে নিতে পারেন। চুলে জুড়ে দিতে পারেন একটি নান্দনিক কাঁটা। 

পনিটেল: লেহেঙ্গার সঙ্গে ভারি গয়না পরে সাবেকি ঢঙ্গে চুলগুলো সাজিয়ে নিতে পারেন। এজন্য দীপিকার মতো পনিটেল করে নিতে পারেন। পোশাকের থেকে গাঢ় শেডের ফিতা বেছে নিতে পারেন। এভাবে চুল বাঁধলে চোখে গাঢ় কাজল এঁকে নিতে পারেন। এতে আত্মবিশ্বাসী লুক ফুটে উঠবে। চুল লম্বা এবং ঘন হলে পনিটেল হেয়ার স্টাইল হবে মানানসই। 

স্লিক পনিটেল: শীত পোশাকের সঙ্গে স্লিক পনিটেল করে নিতে পারেন। গোছানো আর পরিপাটি মনে হবে।

দীপিকাকে শাড়ির সঙ্গে সাধারণ খোঁপা করতে দেখা যায়। তবে খোঁপায় ফুল গুঁজে দিয়ে যোগ করেন কোমলতা। এ ছাড়া মাঝারি আকারের চুলগুলো পেছনে ব্রাশ করে ছড়িয়ে রাখেন দীপিকা, সালোয়ার কামিজের সঙ্গে তাকে এই হেয়ার স্টাইলে দেখা যায়। 

ছবি: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম থেকে