লাইফস্টাইল

যার বন্ধু কম সে মানুষ হিসেবে কেমন?

আপনি হয়তো এমন একজন মানুষ, চাইলেই বন্ধুত্ব গড়ে তুলতে পারেন না। আপনার বন্ধু সংখ্যা হয়তো খুব কম। কিন্তু একবার কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে সেই সম্পর্কের প্রতি যত্নশীল থাকেন। আপনার বন্ধুত্ব টিকে থাকে— বিশ্বাস, ভালোবাসা, গোপনীয়তা আর নির্ভরতার ওপর। ব্রিটিশ জার্নাল অব সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে কম বন্ধু থাকা মানুষের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে।

বন্ধু মানে পরম আস্থা: গবেষণাপত্রে বলা হয়েছে, যাদের বন্ধু সংখ্যা কম তারা সারা জীবনে আত্মীয়স্বজন, সঙ্গী, সন্তান, বন্ধুবান্ধব সব মিলিয়ে প্রায় ১৫০ জনের সঙ্গে সম্পর্ক ভালোভাবে চালিয়ে নিতে পারেন। এদের মধ্যে মাত্র ৫ জনের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। এবং এই বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকে।  

যাদের বন্ধু কম তাদের নিজের সঙ্গে বোঝাপড়া ভালো: যিনি নিজের শক্তি এবং শক্তিহীনতার জায়গাগুলো ভালোভাবে চেনেন, জানেন এবং বোঝেন; তিনি নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। বন্ধু কম থাকা মানুষ নিজের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন, নিজেকে একটু একটু করে পরিবর্তন করে সেরা ভার্সন হয়ে উঠতে পারেন। 

সুখী মনোভাব: কম বন্ধু থাকা মানুষেরা নিজের সুখী মনোভাবের কারণে ভালো থাকেন। বন্ধুত্বের মুখোশ পরে যারা চারপাশে থাকে তাদের চাপ নিতে চান না। এরা সহজে সুখী হন এবং মানসিক শান্তিতে থাকেন।

ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন: কম বন্ধু থাকা মানুষগুলো ব্যক্তিগত জীবন সম্পর্কে কম আলোচনা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কম প্রকাশ করেন। 

নিজের লক্ষ্যে স্থির: যাদের বন্ধু সংখ্যা কম তারা নিজের লক্ষ্যে অবিচল থাকেন। একটু একটু করে এগিয়ে যান। এরা আত্মোন্নয়ন করেন। বিনোদনের চেয়ে শিক্ষাগ্রহণের প্রতি এদের ঝোঁক বেশি থাকে। কম বন্ধু থাকা মানুষেরা নিজেকে ক্রমে ক্রমে সেরা ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চান।