মিডিয়া

সাংবাদিক রেজাউর রহিমের মায়ের মৃত্যুতে বিএসআরএফের শোক 

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) স্থায়ী সদস্য ও দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. রেজাউর রহিমের মা রোকেয়া ইসলাম চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মার্চ) দুপুর ২টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর পর চিকিৎসকের পরামর্শে তাকে মিরপুরস্থ কিডনি ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। 

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা রোকেয়া ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। 

প্রয়াত রোকেয়া ইসলাম স্বামী মো. নূরুল ইসলাম, চার ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১০টায় জানাজা শেষে পাবনার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।