মিডিয়া

মনিরুজ্জামান উজ্জ্বলের ‘ভ্রমণকাহিনি’ প্রকাশিত

মনিরুজ্জামান উজ্জ্বলের ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘ভ্রমণকাহিনি’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন। 

বইটিতে মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, দুবাই এবং মালয়েশিয়া ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছেন লেখক। বইটি পাঠের মাধ্যমে কল্পনায় দেশগুলো ঘুরে বেড়ানোর অনুভূতি লাভ করবেন পাঠক। বিশেষ করে সৌদি আরবের মক্কা ও মদিনাতে পবিত্র হজ পালনকালে নানা অভিজ্ঞতার টুকরো টুকরো গল্প হজ গমনেচ্ছুসহ অন্যদের অনেক অজানা তথ্য জানার আগ্রহ মেটাবে। 

মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বইটি পাঠকপ্রিয়তা পেলে আগামী বইমেলায় সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের ভ্রমণ গল্প নিয়ে আরও একটি ভ্রমণগ্রন্থ প্রকাশের পরিকল্পনা আছে।’

লেখকের এটি দ্বিতীয় বই। এর আগে ২০২৪ সালের বইমেলায় সাংবাদিকতা জীবনের বিভিন্ন জানা-অজানা নেপথ্যের ঘটনা নিয়ে ‘যাপিত জীবনের গল্প’ নামে লেখকের প্রথম গ্রন্থ প্রকাশিত হয়।

অধুনালুপ্ত ‘দৈনিক বাংলার বাণী’র মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। বর্তমানে তিনি জাগোনিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত আছেন।