মিডিয়া

বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর ২০তম সংখ্যা প্রকাশিত

বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর ২০তম সংখ্যা প্রকাশিত হয়েছে।

ফয়সাল আহমেদ সম্পাদিত এ সংখ্যায় রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ। চলতি সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা। ১১২ পৃষ্ঠার পত্রিকার দাম ১০০ টাকা।

এ সংখ্যার সাক্ষাৎকারপর্বে যুক্ত হয়েছেন লেখক, গবেষক আলতাফ পারভেজ। এবং বই এর সঙ্গে বিস্তারিত আলাপে ওঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা, সাহিত্যচর্চাসহ সমকালীন নানা প্রসঙ্গ।

এ সংখ্যার লেখক তালিকায় রয়েছেন কথাশিল্পী আহমদ বশীর, সৈয়দ কামরুল হাসান, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, লেখক ও গবেষক আমীন আল রশীদ, গল্পকার ও সমালোচক ইলিয়াস বাবর, গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও সাংবাদিক মারুফ ইসলাম, গল্পকার রাজু বিশ্বাস ও আমিনুল ইসলাম সেলিম।

এবং বই পাওয়া যাচ্ছে বাতিঘর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী শাখা, কাটাঁবন কনকর্ড এর জাগতিক প্রকাশন, বরিশাল সদর রোডের বুক ভিলা লাইব্রেরি, প্রথমা ডটকম অনলাইন, বাতিঘর অনলাইন এবং ভারতের কলকাতার সৃজন প্রকাশনীতে।