সম্প্রতি সাপ্তাহিক গোমতী সংবাদ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোবারক হোসেনের ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে তাহসিন রাহমান গাছ (ইনডোর প্ল্যান্ট) ও পত্রিকা উপহার দিতে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের বাসভবনে যান।
এ সময় জেলা প্রশাসক তাহসিন রাহমানকে ভয়ভীতি প্রদর্শন ও তার বাবাকে ডেকে হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এবার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম (সিজেএফডি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক বিবৃতিতে বলেন, গাছ উপহার দিতে যাওয়ায় তাহসিনের সঙ্গে ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণ যেমন তার কিশোর মনে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি একজন সিনিয়র সাংবাদিক জেনেও অপরাধী বিবেচনায় মোবারক হোসেনের ছবি তুলে রাখা চরম ধৃষ্টতা। জুলাই বিপ্লবের পর আশা করেছিলাম, ডিসিদের আচরণে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু, আমরা আশাহত।
তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা কিশোর তাহসিন রহমান সরকারকে সহায়তায় ১৫ দিন রাস্তায় ট্রাফিকের কাজও করেছে। এ ঘটনায় তাহসিনের মতো দেশের অসংখ্য ছাত্র-তরুণের মনে আমলাদের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যেমন গিয়েছে, তেমনি কুমিল্লাসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে ওই ডিসিকে প্রত্যাহারের দাবিও উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সারাদেশের জেলা প্রশাসকদের আরো সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি।