জ্যেষ্ঠ প্রতিবেদক : দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন দুটি হলো- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৯। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/রফিক
জাতীয়
মন্ত্রিসভায় দুটি আইনের খসড়া অনুমোদন
