রাশেদ শাওনঢাকা, ২৮ ডিসেম্বর: আক্ষেপ একটাই। শেষটা ভালো হল না। সিনেমা সংশ্লিষ্টদের ২০১৩-এর ছবি নিয়ে এই আক্ষেপ থেকেই যাচ্ছে। তবে বছরের শুরুটা ছিলো ভালোই। তার চেয়েও বেশি করে চোখে পরার বিষয় ছিলো ঢাকাই ছবির ঘুরে দাড়ানোর আভাস। ৩৫ মিলি মিটারে সিনেমা তৈরি এবং রিল দিয়ে ছবি প্রদর্শনের যুগের অন্তিম সময় আর ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণ ও প্রদর্শনের নবযাত্রা। এই দুইয়ে মিলে একটি নির্দিষ্ট দিকে যাত্রার প্রয়াস দেখা যাচ্ছে। যদিও দীর্ঘ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া হলের তালিকা। কমেছে এক বছরে ছবি মুক্তির সংখ্যা। নির্মিতব্য ছবির সংখ্যাও কমছে দিনকে দিন। ‘সুপারস্টার’ শব্দটির গুরুত্বও যে কমেছে দর্শক মহলে এটাও বলার অপেক্ষা রাখে না।
তবুও আশা আছে। হলে বাড়ছে দর্শক সমাগম। ডিজিটাল ছবিগুলো একই দিনে মুক্তি পাচ্ছে অর্ধশতেরও বেশি হলে। যারা অর্থলগ্নি করছেন তারাও কেউ কেউ লাভের মুখ দেখছেন। প্রযোজক ও পরিচালকরা আগ্রহী হচ্ছেন আবারও নতুন কোন প্রযোজনার জন্য। সবমিলিয়ে বলা যায় চলচ্চিত্র শিল্প এবং শিল্পীরা স্বপ্ন দেখেতে শুরু করেছেন। তারা স্বপ্ন দেখাচ্ছেনও। সেই স্বপ্নের পিঠে সাওয়ার হয়ে ঢাকাই ছবির পট পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছে তা আগামী বছরে পাবে পূর্ণতা এমনটাই প্রত্যাশা সকলের।
রাইজিংবিডি / রাশেদ শাওন