ওজন ও পরিমাপে কারচুপি অপরাধে ২ পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৫ অক্টোবর) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখতে পায় মেসার্স তশোফা এন্টারপ্রাইজ জ্বালানি তেল পরিমাপে দুইটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে অকটেন ৯০ মিলি ও ডিজেল ৭০ মিলি লিটার করে কম দিচ্ছে। একই এলাকার মেসার্স রয়েল ফিলিং স্টেশনের আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ‘ওজন ও পরিমাপ সনদ- আইন-২০১৮’ অনুযায়ী পেট্রোল পাম্প দুইটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোর সাহায্যে জ্বালানি তেল সরবরাহ/বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহ্মাদ ও পরিদর্শক বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।