জাতীয়

যেখানে করোনা ছড়াচ্ছে সবচেয়ে বেশি

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ‌্য অনুযায়ী, করোনা সংক্রমণের ৬১ শতাংশই হচ্ছে বাজার এবং গণপরিবহনে। সভা-সেমিনার এবং উপাসনালয়ে ৩০ শতাংশ সংক্রমণ হচ্ছে।

গত ৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাড়ে ৮ হাজার করোনা রোগীর তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ‌্য জানিয়েছে আইইডিসিআর।

করোনা রোগীদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তাদের মধ্যে বাজারে যাওয়া ও গণপরিবহন ব‌্যবহারের কারণে আক্রান্ত হয়েছেন ৬১ শতাংশ, সভা-সেমিনার ও উপাসনালয়ে গিয়ে আক্রান্ত হয়েছেন ৩০ শতাংশ। স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে ২৬ শতাংশ, করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে ২২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, আন্তঃবিভাগ ভ্রমণ করেছেন ১৩ শতাংশ, সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ১২ শতাংশ।

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পর আইইডিসিআর জানিয়েছে, সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এর পাশাপাশি টিকাও নিতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করতে হবে। কোথাও বদ্ধ জায়গায় বাজার হলে সেখানে জনসমাগমের দিকেও নজর রাখতে হবে। অর্থাৎ, সার্বিকভাবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।