জাতীয়

সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে আগামীকাল রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া, আগের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানিয়েছেন, সোমবার (২৮ জুন) থেকে লকডাউন কার্যকর হবে। এ সময়ে সীমিত পরিসরে যানবাহন, দোকানপাট, রেস্টুরেন্ট ইত্যাদি চলবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন হবে। এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব‌্যবহৃত যানবাহন এবং জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।