জাতীয়

মানুষের গড় আয়ু বেড়েছে ২ মাস

দেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। যা গত বছরের তুলনায় ২ মাস বেশি। 

পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক ২০২০ সালের এই জরিপের ফল প্রকাশ করেন।

এর আগে ২০১৯ সালের জরিপে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭২ দশমিক ৬ বছর।

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক জানান, দেশে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ এবং পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর৷