জাতীয়

করোনায় কর্মহীন ১০৫ সংস্কৃতিকর্মী পেলেন অনুদান

ময়মনসিংহে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১০৫ জন সংস্কৃতিকর্মীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত‌্যেককে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ১০৫ জন সংস্কৃতিকর্মীর মধ্যে ১২ জনের হাতে সরাসরি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার সংস্কৃতিকর্মীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। গত বছর করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের বেশি সংস্কৃতিসবীকে ৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এ বছরও করোনায় কর্মহীন সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ ময়মনসিংহ জেলার অসচ্ছল সংস্কৃতিকর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।’

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা কালচারাল অফিসার মো. হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।