জাতীয়

‘রক্তদান বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বড় সুযোগ’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘বঙ্গবন্ধুর সারাজীবনের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা অসহায় মানুষের জন্য কোনো কাজ করতে পারব। অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য রক্তদান আমাদের জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বড় সুযোগ।’

রোববার (১ আগস্ট) একুশে টেলিভিশনের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শোকাবহ আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ রক্তের অভাবে কোনো মানুষ মারা যেতে পারে না’ এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচির আয়োজন করে একুশে টেলিভিশন লিমিটেড।

একুশে টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, জিটিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়া রেজা, ইটিভির পরিচালক রবিউল হাসান অভি এবং কে এম শহীদুল্লাহ।