জাতীয়

ঢাকা সিটির যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে করোনার টিকা

করোনা সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করতে সারাদেশে শনিবার (৭ আগট) থেকে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। যা চলবে আগামী ১২ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।

সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৯টি কেন্দ্রে একযোগে চলবে এই টিকা কার্যক্রম।

ঢাকা দক্ষিণ সিটির নির্ধারিত ৭৫ কেন্দ্রে দেওয়া হচ্ছে টিকা। কেন্দ্রগুলো হলো:  ১. নগর স্বাস্থ্যকেন্দ্র, সিপাহীবাগ। ২. নগর স্বাস্থ্যকেন্দ্র, দক্ষিণ গোড়ান।  ৩. নগর স্বাস্থ্যকেন্দ্র, মেরাদিয়া।  ৪. সূর্যের হাসি ক্লিনিক, মধ্য বাসাবো।  ৫. নগর স্বাস্থ্য কেন্দ্র-১, আহম্মেদবাগ। ৬. নগর স্বাস্থ্য কেন্দ্র-২, উত্তর মুগদা ঝিলপাড়।

৭. সূর্যের হাসি ক্লিনিক, মানিক নগর।  ৮. সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, দক্ষিণ কমলাপুর। ৯. আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ, আরামবাগ।  ১০. টি অ্যান্ড টি স্কুল, মতিঝিল।  ১১. নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাগিচা, উত্তর শাহজাহানপুর।  ১২. নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, গুলবাগ, মালিবাগ।

১৩. পল্টন কমিউনিটি সেন্টার।  ১৪. গজমহল, হাজারীবাগ। ১৫. ডিঙ্গি, ধানমন্ডি লেক। ১৬. ভূতের গলি কমিউনিটি সেন্টার (সাবেক কলাবাগান থানা)। ১৭. সূর্যের হাসি ক্লিনিক, গ্রীন রোড। ১৮. এলিফ্যান্ট রোড, হাতিরপুল কাঁচা বাজার সংলগ্ন। ১৯. সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় (আনার কলি মার্কেট সংলগ্ন)। ২০. সেগুন বাগিচা, মাল্টিপারপাস কমপ্লেক্স। ২১. নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ। ২২. কালুনগর, হাজারীবাগ। ২৩. নতুন কবরস্থান গেট, আজিমপুর। ২৪. বউ বাজার, শহিদনগর, লালবাগ। ২৫. শেখ সাহেব বাজার, জামিলা খাতুন স্কুলের সামনে। ২৬. হাজী আব্দুল গণী সরকারি প্রাথমিক বিদ্যালয়।  ২৭. আলিয়া মাদ্রাসার পেছনে, বকশিবাজার। ২৮. কে.এম বশির স্কুল, গৌর সুন্দর লেন, লালবাগ। ২৯. ইসলামবাগ বিদ্যুৎ অফিস সংলগ্ন। ৩০. নগর স্বাস্থ্য কেন্দ্র, নলগোলা, মিটফোর্ড।

৩১. নগর স্বাস্থ্য কেন্দ্র, বেচারাম দেউরি, বেগম বাজার। ৩২. হাজী জুম্মন কমিউনিটি সেন্টার, হাজী আব্দুল রশিদ লেন। ৩৩. নগর স্বাস্থ্য কেন্দ্র, মাজেদ সরদার রোড।

৩৪. নগর স্বাস্থ্য কেন্দ্র, আগাসাদেক রোড। ৩৫. নগর স্বাস্থ্য কেন্দ্র, মালিটোলা। ৩৬. কাউন্সিলর কার্যালয়, কোতোয়ালী রোড, তাঁতীবাজার। ৩৭. কাউন্সিলর কার্যালয়, নর্থব্রুক হল রোড, সদরঘাট। ৩৮. বিসিসি রোড, ওয়ারী। ৩৯. কাউন্সিলর কার্যালয়, হাটখোলা রোড। ৪০. সূর্যের হাসি ক্লিনিক, দয়াগঞ্জ। ৪১. ফকির চাঁন কমিউনিটি সেন্টার, নারিন্দা।

৪২. রোকনপুর কমিউনিটি সেন্টার, কলতা বাজার। ৪৩. নগর স্বাস্থ্য কেন্দ্র, মাওলাবক্স সরদার লেন, ফরাশগঞ্জ। ৪৪. সূর্যের হাসি ক্লিনিক, বেগমগঞ্জ লেন। ৪৫. সূর্যের হাসি ক্লিনিক, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া। ৪৬. নগর স্বাস্থ্য কেন্দ্র, কেবি রোড। ৪৭. নগর স্বাস্থ্য কেন্দ্র, বালুর মাঠ, গেন্ডারিয়া। ৪৮. সূর্যের হাসি ক্লিনিক, যাত্রাবাড়ী পার্ক।  ৪৯. ধলপুর, যাত্রাবাড়ী। ৫০. কাউন্সিলর কার্যালয়, দক্ষিণ যাত্রাবাড়ী। ৫১. কাউন্সিলর কার্যালয়, মীর হাজীরবাগ।  ৫২. কাউন্সিলর কার্যালয়, মাদ্রাসা রোড, মুরাদপুর।  ৫৩. সূর্যের হাসি ক্লিনিক, কলেজ রোড, পূর্ব জুরাইন। ৫৪. নগর স্বাস্থ্য কেন্দ্র, বটতলা, করিমুল্লারবাগ।  ৫৫. হাজী আব্দুল আওয়াল স্কুল, কামরাঙ্গীরচর। ৫৬. হাজী আব্দুল আওয়াল স্কুল, কামরাঙ্গীরচর।  ৫৭. আশ্রাফাবাদ হাই স্কুল, মাদবর বাজার, কামরাঙ্গীরচর। ৫৮. কাউন্সিলর কার্যালয়, শ্যামপুর। ৫৯. কাউন্সিলর কার্যালয়, মোহাম্মদবাগ চৌরাস্তা, কদমতলী।  ৬০. কাউন্সিলর কার্যালয়, জনতাবাগ হাই স্কুল। ৬১. কাউন্সিলর কার্যালয়, দনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। ৬২, কাউন্সিলর কার্যালয়, শেখদি চৌরাস্তা। ৬৩. কাউন্সিলর কার্যালয়, মৃধা বাড়ী, মাতুয়াইল। ৬৪. কাউন্সিলর কার্যালয়, কোনাপাড়া। ৬৫. কাউন্সিলর কার্যালয়, কবস্থান রোড, মাতুয়াইল। ৬৬. ডগাইর রুস্তম আলী স্কুল, ডগাইর পূর্বপাড়া। ৬৭. তালতলা মসজিদ রোড, আমতলা, সারুলিয়া। ৬৮. এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়, ওয়াসা রোড, সারুলিয়া। ৬৯. বাওয়ানী উচ্চ বিদ্যালয়, ডেমরা বাজার। ৭০. আমুলিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়। ৭১. দক্ষিণ মান্ডা, পঞ্চায়েত কার্যালয়। ৭২. উত্তর মান্ডা জমিদার বাড়ী।  ৭৩. তাজউদ্দিন আদর্শ বিদ্যালয়, দক্ষিণগাঁও। ৭৪. কাউন্সিলর কার্যালয়, পশ্চিম নন্দি পাড়া। ৭৫. আট ভাইয়ের বাড়ী, নাসিরাবাদ।

ঢাকা উত্তর সিটিতে ৫৯ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হলো: 

১. কমিউনিটি সেন্টার, ব্লক-এ, সেকশন-১২, মিরপুর।  ২. সূর্যের হাসি ক্লিনিক, রোড-৯, ব্লক-ডি, মিরপুর। ৩. রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, মিরপুর-১০। ৪. উদয়ন উচ্চ বিদ্যালয়, ব্লক-বি, সেকশন-১০, মিরপুর। ৫. সুর্যের হাসি ক্লিনিক, ব্লক-এ, মিরপুর-১৩। ৬. জান্নাত হাই স্কুল, মিরপুর-১১।  ৭. সূর্যের হাসি ক্লিনিক, মিরপুর-১১, বাউনিয়াবাধ। ৮. বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, মিল্কভিটা রোড, সেকশন-৭, মিরপুর। ৯. আলী মোল্লা পুরাতন অফিস, আলব্দী, মিরপুর। ১০. রূপনগর স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর আ/এ, মিরপুর। ১১. ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর-২। ১২. কাজীফুরি স্কুল,  গুদারাঘাট, মিরপুর-১। ১৩. মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মিরপুর-১। ১৪. শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর-১। ১৫. ওয়ার্ড কমিউনিটি সেন্টার, চিড়িয়াখানা রোড, মিরপুর-১।  ১৬. ভাষানটেক হাই স্কুল অ্যান্ড কলেজ, সিএমএস পকেট গেট। ১৭. মানিকদি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কবরস্থান সংলগ্ন। ১৮. কালাচাঁদপুর সরকারী স্কুল অ্যান্ড কলেজ। ১৯. বনানী বিদ্যানিকেতন।  ২০. আব্দুল হামিদ দর্জি মডেল প্রাথমিক বিদ্যালয়। ২১. আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, মধ্য বাড্ডা। ২২. একরামুন্নেসা গার্লস স্কুল, রামপুরা। ২৩. মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৪. তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। ২৫. নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয়। ২৬. প্রভাতী বিদ্যানিকেতন। ২৭. শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। ২৮. সূচনা সমবায় সমিতি, গোলারটেক, মিরপুর-১। ২৯. কমিউনিটি সেন্টার, শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে, মিরপুর-১। ৩০. কল্যাণপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ। ৩১. আহমেদনগর, কমিশনার রোড। ৩২. কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল, মধ্য মনিপুর, মিরপুর। ৩৩. মার্দিগো কমিউনিটি সেন্টার, পূর্ব শেওড়াপাড়া। ৩৪. ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুক্ষেত।  ৩৫. তেজকুনীপাড়া মডেল স্কুল। ৩৬. রাজধানী স্কুল, মানিক মিয়া অ‌্যাভিনিউ। ৩৭. বঙ্গবন্ধু একাডেমি, তালতলা।  ৩৮. কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাজমহল রোড। ৩৯. কাউন্সিলর কার্যালয়, আদাবর ১০ নম্বর রোড। ৪০. নূরজাহান রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪১. লালমাটিয়া বয়েজ স্কুল। ৪২. কাউন্সিলর কার্যালয়, চান মিয়া হাউজিং, মোহাম্মদপুর। ৪৩. রায়ের বাজার কমিউনিটি সেন্টার। ৪৪. খেলারমাঠ, সেক্টর-১৩, উত্তরা। ৪৫. আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেক্টর-৫, উত্তরা।  ৪৬. নয়ানগর মাদ্রাসা, উত্তরা। ৪৭. কাউন্সিলর কার্যালয়, রানাভোলা, উত্তরা। ৪৮. কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, শাপলা চত্বর, উত্তরা।  ৪৯. ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা, ফায়দাবাদ। ৫০. এমারত স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণখান। ৫১. আলাউদ্দীন দেওয়ান উচ্চ বিদ্যালয়, বরুয়া। ৫২. কাওলা খিলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫৩. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মোল্লারটেক। ৫৪. কাচকুরা স্কুল অ্যান্ড কলেজ, কাচকুড়া। ৫৫. উত্তরখান কলেীজয়েট স্কুল অ্যান্ড কলেজ, মাজার রোড। ৫৬. কাউন্সিলর কার্যালয়, মনারটেক, জিয়াবাগ। ৫৭. নুরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫৮. সোলমাইদ উচ্চ বিদ্যালয়, ভাটারা। ৫৯. ডুমনি হাই স্কুল অ্যান্ড কলেজ।