জাতীয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৪টিতে জয় লাভ করে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।