প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শোষণমুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন। তিনি বাঙালির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও পরীক্ষিত নেতা ছিলেন। আজীবন বাংলার গরিব- দুখী মানুষের জন্য রাজনীতি করেছেন। তার জীবনের দীর্ঘ ও সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ।'
শনিবার (১৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধুর চেতনায় সিভিল সার্ভিস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।
ওয়েবিনারে প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে অনুধাবন করতে হলে মনোযোগ দিয়ে তার কথা অনুধাবন করতে হবে। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সবার প্রতি যে আহ্বান জানিয়ে গেছেন, তা স্মরণে রেখে আমাদের কর্মে তার প্রতিফলন ঘটালে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।’