জাতীয়

বাকশাল কৃষকের কল্যাণেই হয়েছিলো: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বাকশাল সমর্থন করি। নিন্দুকেরা এটা নিয়ে অনেক কথা বলে। বাকশাল কৃষকের কল্যাণেই হয়েছিলো।

বুধবার (২২ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিখাতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কৃষিখাতে বঙ্গবন্ধু বড় ভূমিকা রাখেন। কৃষকের উন্নয়নের ভিত বঙ্গবন্ধুর হাত ধরেই। বঙ্গবন্ধুর ভীতের উপরে বহুতল ভবন তুলছেন প্রধানমন্ত্রী। ফার্মগেটের বিএআরসির (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) জায়গায় এক সময় হোটেল নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর কারণেই বিএআরসি ভাঙা সম্ভব হয়নি। কৃষকের ক্ষেত্রে বঙ্গবন্ধু সব সময় দরদী ছিলেন।’

বিএনপির আন্দোলনে মানুষ আসে না দাবি করে এম এ মান্নান বলেন, ‘মানুষের হাতে টাকা আছে, কাজ আছে, চাকরি আছে, এসব কারণে মানুষ বিএনপির ডাকে মাঠে আসে না। তবে দেশে যৌক্তিক বিরোধী দল নেই। মানুষের আয় বেড়েছে, বিএনপির অযৌক্তিক ডাকে আর সাড়া দেবে না।’

এ সময় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রতি হতাশা প্রকাশ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিআইডিএস-এর অনেক সক্ষমতা আছে। বিআইডিএস থেকে আমরা আরো ভালো কিছু আশা করি, কিন্তু পাচ্ছি না। এখানে যাতে করে দেশের সেরা মেধাবীরা আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।