বছরের প্রথম দিনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুরা।
নেত্রকোণায় সকাল সাড়ে ১০টায় শহরের মোক্তারপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরকারি বই বিতরণ করা হয়। জেলায় এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২ লাখ ৩৩ হাজার ৮৫০ শিক্ষার্থীদের মাঝে ৩০ লাখ ৪৩ হাজার ৮৫১টি এবং প্রাথমিক ৩ লাখ ৩৩ হাজার ৮৭৪ শিক্ষার্থীদের মাঝে ১৭ লাখ ৭০ হাজার ৭৪টি বই বিতরণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করা হয়েছে। সকালে শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানসহ শিক্ষক ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এছাড়া জেলা সদরের সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জেলায় ২ লাখ ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের মাঝে এবার ২২ লাখ ৩০ হাজার ৩শ ৮৬ বইয়ের চাহিদা রয়েছে। তবে ১ জানুয়ারি পর্যন্ত ১৭ লাখ ৯৫ হাজার ৮শ ৭৩টি বই আমরা পেয়েছি। বাকি বই ৩ থেকে ৪ দিনের মধ্যে বাগেরহাট পৌঁছাবে বলে আশা করছি।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীদের বই বিতরণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌঁছে দেওয়া হবে।
নাটোরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১জানুয়ারি) সকালে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সহ সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বছরের প্রথমদিনে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুশি। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এই সরকারের বড় চ্যালেঞ্জ ছিল নতুন বছরের শুরুতেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া। বছরের প্রথম দিনেই তুলে দিতে আমরা যেমন খুশি তেমনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এবার জেলার ২ লাখ ৬ হাজার ৭৫০ জন মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীর মাঝে ২৭লাখ ৮৭ হাজার ৬৮৮টি এবং সরকারি ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৯ হাজার ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৮ লাখ ৭৩ হাজার ৪৪২টি বই বিতরণ করা হবে।