৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি জানুয়ারি মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ।
শনিবার (১ জানুয়ারি) রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেছেন, ‘ফল প্রকাশ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
গত বছরের ২৯ অক্টোবর হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।
গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর শুরু হয় আবেদন প্রক্রিয়া।