নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ফের শুরু হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার (২১ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক অবস্থানে আছে পুলিশ।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে পর পর ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি ঢাকা কলেজের সামনে নিউমার্কেটের ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন। এ কারণে নীলক্ষেত-সাইন্সল্যাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে। এর আগে, বুধবার দুপুরের পর থেকেই নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের সামনে ব্যবসায়ী-কর্মচারীরা জড়ো হতে থাকেন। আর কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সারাদিন পরিবেশ শান্ত থাকলেও বিকেলের দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর পরই ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ী আহত হয়। মঙ্গলবার সকাল থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় নাহিদ নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরো একজন লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে ঘটনার প্রকৃত কারণ তদন্তে পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।