গত ১৩ বছরে বর্তমান সরকার পল্লী এলাকায় ৪ লাখ ৫ হাজার ৯৯ মিটার নতুন ব্রিজ নির্মাণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি- এ দর্শনকে ধারণ করে বর্তমান সরকার শহর ও গ্রামীণ অবকাঠামো এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির বিকাশে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। সে লক্ষ্যে শহর-নগর ও গ্রামীণ জনপদের উন্নয়ন ভাবনাকে আবর্তিত করে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের বিগত ১৩ বছরে পল্লী খাতে ৬৯ হাজার কিলোমিটার পাকা সড়ক, ৪ লাখ ৫ হাজার ৯৯ মিটার নতুন ব্রিজ নির্মাণ, ১ লাখ ৯ হাজার ৭৮ কি.মি. পাকা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, ১ হাজার ৭৬৭টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ৩৫৪টি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ বা সম্প্রসারণ করা হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া ২ হাজার ৬৮৯টি গ্রোথ সেন্টার ও হাট-বাজার উন্নয়ন এবং ১ হাজার ৭৫টি সাইক্লোন শেল্টার নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, নাগরিক জীবন মান উন্নয়নে ৯ হাজার ৮৮ কিলোমিটার সড়ক ও ফুটপাত নির্মাণ, ৪ হাজার ১০৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১৫ হাজার ৪১ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ, ৪১টি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ ও ৫৩টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে।