আবু সালেহ মো: মূসা ময়মনসিংহ, ২৭ মে : এশিয়ার সর্ববৃহৎ মৎস্য জাদুঘর ময়মনসিংহে।
এখানে স্বাদু পানির কয়েকশ’ প্রজাতির মাছের ফসিলসহ রয়েছে হাজার বছরের পুরনো বিলুপ্ত প্রজাতির ফসিল। ফরমালিনের দ্রবণে বড় বড় কাচের সিলিন্ডারে সংরক্ষিত আছে এসব। এশিয়ার সর্ববৃহৎ মৎস্য জাদুঘর ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা আলী রেজা হোসেন ‘ফিশ মিউজিয়াম এন্ড বায়োডাইভার্সিটি সেন্টার (এফ.এম.বি.সি.)’ স্থাপন করেন ।মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাদুঘরটি। যা সংগ্রহ ও বৈচিত্র্যের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্ববৃহৎ। পরিচালক প্রফেসর ড. মোস্তফা আলী রেজা হোসেন জানান, বাংলাদেশের মাছ কেন্দ্রিক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে দেশের মানুষের সামনে তুলে ধরা এবং বিপন্ন প্রজাতির মাছগুলোর ব্যাপারে জনমনে সচেতনতা বৃদ্ধি করাই মৎস্য জাদুঘরের মূল উদ্দেশ্য।
রাইজিংবিডি/শাহ মতিন টিপু/কেএস