জাতীয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর চার দিনের সরকারি সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদু‌্যৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সব খবর পড়ুন এই লিংকে