জাতীয়

৯ জেলায় করোনা সংক্রমণের হার ২০ শতাংশের বেশি

২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, পাবনা ও ফরিদপুর জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার ২০ শতাংশের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছে, ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া ও চাঁদপুরে করোনা সংক্রমণের হার ছিল ১০ থেকে ১৯ শতাংশ।

গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সারা দে‌শে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ২৩ জনের। এতে করোনা রোগী ধরা পড়েছে ৪ হাজার ৫০০ জনের। উল্লিখিত সম‌য়ে ক‌রোনায় মারা গেছেন ১২ জন।

সারা দেশে ৩ অক্টোবর পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭ জ‌নের। তাদের ম‌ধ্যে করোনা প‌জি‌টিভ হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭১ জনের।