ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক রাজধানীর গোলাপবাগ মাঠ পরিদর্শন করেছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি। সার্বিক বিষয়গুলো দেখলাম, শুনলাম। এখন এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের অপর প্রশ্ন তিনি বলেন, মূলত বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতের বৈঠকে এ মাঠের প্রস্তাব ছিল। এ কারণেই এখানে আসা।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।