জাতীয়

বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া আক্তার (২৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

মারিয়া আক্তারের বোন জামাই আশরাফ আলী তিনি  জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল মারিয়া। সে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের ৭০৩ নম্বর রুমে থাকতো। গত ২৩ মার্চ সকাল ৯টার দিকে আবাসিক হলের ছাদের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।  ভাগ্যক্রমে বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সহপাঠী ও হল কর্তৃপক্ষ প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দিনই চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় সে। তবে কী কারণে সে ছাদ থেকে লাফ দিয়েছিলো তা জানা যায়নি। 

মারিয়া আক্তারের গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার উত্তর নারী বাড়ি গ্রামে। তার বাবার নাম ফয়েজ উদ্দিন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিক‌্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।