জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউ সুপার মার্কেটে আগুনর কিছু সময় পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। সবশেষ ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।