জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে  ইমামতি করেন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫মিনিট অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন  করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম।

ঈদের খুতবায় তারা বলেন, নিয়মিত নামাজ, রোজাসহ ইসলামের আরকান সঠিকভাবে পালন করাই হচ্ছে রমজানের শিক্ষা। যেকোনো মূল্যে তা প্রতিপালন করতে হবে।

নামাজের নির্ধারিত সময়ের আগেই রাজধানীর দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি মসজিদে পৌঁছান। নামাজ, খুতবা ও মোনাজাত শেষ হওয়া মাত্রই মুসল্লিরা ভেদাভেদ ভুলে ঈদ মোবারক, ঈদ মোবারক বলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ধনী, গরিব ভেদাভেদ ভুলে ছোট-বড় একে অপরকে জড়িয়ে ধরেন।