জাতীয়

কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপনে জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা সরকারি অফিসগুলোতে ইতোমধ্যে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করেছি। যেসব প্রতিষ্ঠানে এখনো ডে কেয়ার সেন্টার গড়ে ওঠেনি, সেখানে ডে কেয়ার সেন্টার করার ওপর জোর দিচ্ছি। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক নারী সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে কর্মক্ষেত্রে নারীরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তাদেরকে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। 

তিনি বলেন, দেখা গেছে, বিভিন্ন কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার না থাকায় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে অনেক ঝামেলা পোহাতে হয়। যদি প্রত্যেকটা সেক্টরে নারীদের সুবিধার্থে ডে কেয়ার সেন্টার থাকে, তাহলে তারা অসুবিধার সম্মুখীন হবে না। ডে কেয়ার সেন্টারে শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা, বিনোদন, ঘুম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলে অনেকটা নিশ্চিন্তে কর্মে মনোনিবেশ করতে পারেন নারীরা। এতে কর্মক্ষেত্রে তাদের সাফল্যের হার বেড়ে যাবে।