ঈদুল আজহার সাধারণ ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুন ছুটি দেওয়ায় এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ঈদুল ফিতরের সময়েও ছুটি এক দিন বাড়ানো হয়েছিল।
মঙ্গলবার (২০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটি অনুমোদনের কথা জানান।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ২৭ জুন ছুটি দেওয়ার সুপারিশ করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভায় প্রস্তাব উঠলে প্রধানমন্ত্রী তা অনুমোদন করেন।