দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এর বিস্তার রোধে টেলিভিশন, রেডিওসহ ইলেক্ট্রনিক মিডিয়ায় জনস্বার্থে সচেতনতামূলক সংবাদ নিয়মিতভাবে পরিবেশনের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে প্রচারের জন্য ডেঙ্গু বিষয়ক ৫টি সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে।
রোববার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এডিস মশার বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি সব সংবাদমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।
ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তাসমূহ-
> জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন।
> বাসার ভেতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন এবং পরিষ্কার রাখুন।
> দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
> ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
> মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।