জাতীয়

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কান্তা বিশ্বাস। গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। কেন্দ্রীয় ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ছিলেন কান্তা বিশ্বাস।  

মঙ্গলবার (২৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে কান্তা বিশ্বাস আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তিনি আড়াই বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। 

কান্তা বিশ্বাসের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।